টবের গাছে খৈল পচা পানি নিয়মিত দিতে হয় । নিয়মিত এই জৈব সার ব্যবহারে গাছের যেমন বৃদ্ধি হয়, ফল ফুলেরও তেমনি বৃদ্ধি ঘটে । প্রতি পনের থেকে বিশ দিন অন্তর এই খৈল পচা পানি টবের গাছে দেয়া উচিৎ । তবে টবে সরাসরি খৈল প্রয়োগ করা উচিৎ না।
১ কেজি খৈল কে প্রথম ১০ কেজি পানিতে মিশাতে হবে। এখন এই খৈল মিশানো পানিকে ৭ থেকে ১০ দিন এর মতো পচতে দিতে হবে। এর ভিতর এই পানি কে প্রতিদিন ১টা বড় লাঠি দিয়ে নেড়েচেড়ে দিতে হবে। ১০ দিন পর এই পচানো পানি থেকে ১ লিটার পানি নিতে হবে এবং এর সাথে ফ্রেশ ১০ লিটার পানি মিশিয়ে গাছে ব্যাবহার করতে হবে। অর্থাৎ পচানো ১০ লিটার পানির সাথে ফ্রেশ ১০০ লিটার পানি মিশিয়ে ব্যাবহার করুন।
যাদের কম লাগবে তারা ১০০ গ্রাম এর সাথে ১ কেজি পানি নিবেন পরে ওই ১ কেজি পানিকে ১০ কেজি পানির সাথে মিশিয়ে ব্যবহার করবেন।তাছাড়া এই তরল সার কুইক কম্পোষ্ট হিসাবে গাছের বৃদ্ধিতে খুব তাড়াতাড়ি কাজ করে।